৪০০ রানের ইনিংসের দেখা মিলল ১৮ বছর পর

খেলা breaking subled

নিউজ ডেষ্ক- ২০০৪ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ৪০০* রানের ইনিংস খেলেছিলেন ক্যারিবিয়ান রাজপুত্র ব্রায়ান লারা।

ধারণা করা হচ্ছিল, লারাই হয়তো এই রেকর্ডের শেষ নামটি।

কিন্তু সে ধারণাকে ভুল প্রমাণিত করে লারার ১৮ বছরের অক্ষুণ্ন রেকর্ডে নিজের নাম লেখালেন নর্থইস্ট।

শনিবার কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডিভিশন ২-এর ম্যাচে লিস্টারশায়ারের বিপক্ষে রোমান ওয়াকারের অফ-স্টাম্পের বাইরের ডেলিভারি ছক্কা মেরে ৪০০ রানের মাইলফলকে পৌঁছান নর্থইস্ট।

যাকে ক্রিকেটের ভাষায় ‘কোয়াড্রপল সেঞ্চুরি’ বলে।

এরই সঙ্গে ডন ব্র্যাডম্যান, হানিফ মোহাম্মদ, ব্রায়ান লারার মতো কিংবদন্তিদের তালিকায় নাম লেখালেন ইংলিশ ব্যাটার।

নর্থইস্টের সামনে সুযোগ ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে ব্রায়ান লারার করা ৫০১* রানের রেকর্ড ভেঙে দেওয়ার। তবে নর্থইস্টকে ৪১০ রানে অপরাজিত রেখে ইনিংস ঘোষণা করে দিয়েছে তার দল গ্ল্যামারগন।

৪৫০ বল খেলে ৪৫ চার ও ৩ ছয়ের মারে ৪১০ রান করেছেন নর্থইস্ট।

২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে লারার অপরাজিত ৪০০ রানের মহাকাব্যিক সেই ইনিংসের পর এই প্রথম কোনো ব্যাটসম্যান প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে চারশ স্পর্শ করলেন।

স্বীকৃত ক্রিকেটে এটি ১১তম ৪০০ রানের ইনিংস। সব মিলিয়ে বিশ্বের নবম ব্যাটার হিসেবে ৪০০ রান করলেন নর্থইস্ট। ব্রায়ান লারা ও বিল পন্সফোর্ডের রয়েছে দুটি করে ৪০০ রানের ইনিংস।

এদিকে গ্ল্যামারগনের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ নর্থইস্টের এই ৪১০ রান। দলীয় সংগ্রহটাও গড়েছে রেকর্ড।

নর্থ ইস্টের ৪১০ এবং ক্রিস কুকের ১৯১ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেট হারিয়ে ৭৯৫ রান করে গ্ল্যামারগন, যা তাদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *