প্রধানমন্ত্রী ঘুমাতে পারেননি বাংলাদেশের খেলার টেনশনে

খেলা led

নিউজ ডেষ্ক- প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলাধুলার প্রতি অনুরাগের কথা কারও অজানা নয়। বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কয়েকটি স্মরণীয় জয় মাঠে বসে দেখেছেন তিনি। এছাড়া সুযোগ পেলেই ছুটে যান স্টেডিয়ামে। আর মাঠে না যেতে পারলে রাখেন খেলার খোঁজখবর।

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেও এর ব্যতিক্রম ঘটেনি। সময়ের ব্যবধানে দিনে-রাতে পার্থক্য থাকায় ক্যারিবিয়ান দ্বীপের খেলা দেখা কঠিন। নির্ঘুম রাত কাটাতে হয়। তারপরও শত ব্যস্ততা সত্ত্বেও খেলা দেখা বাদ দেননি প্রধানমন্ত্রী।

গতকাল প্রত্যাশিত জয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশের এই তৃতীয় ওয়ানডে ম্যাচটি রাত জেগে দেখেছেন শেখ হাসিনা। ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় আর শেষ হতে হতে প্রায় ৩টা বাজে। রাত জেগে প্রধানমন্ত্রী শুধু খেলাই দেখেননি, উৎকণ্ঠায় বারবার ফোন দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে।

আজ রোববার (১৭ জুলাই) বিসিবির পঞ্চম বোর্ডসভা শেষে সাংবাদিকদের বিষয়টি জানান নাজমুল হাসান নিজেই। তিনি বলেন, ‘ওয়ানডে নিয়ে একটা কথাই হয়েছে, তাও ইনফরমালি। প্রধানমন্ত্রী তামিম আউট হয়ে যাওয়ার পরপর ফোন করেন। তিনি খুব চিন্তিত ছিলেন… আমি বললাম অসুবিধা নাই, ইনশাল্লাহ আমরা জিতবো।

যখন জয়সূচক রান এলো, তখন রাত পৌনে তিনটা বোধ হয়, সঙ্গে সঙ্গে ফোন করলেন। আমি বললাম, আপনি এত রাত পর্যন্ত জেগে আছেন? তিনি বললেন, আমি টেনশনে ঘুমাতে পারিনি। এটাই আমি আমার বোর্ড মেম্বারদের বলছিলাম; অবিশ্বাস্য। তিনি এত ব্যস্ত থাকেন, তবুও রাত জেগে খেলাগুলো দেখছেন। ’

এর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জয় পায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়ে জেতে ৯ উইকেটে। তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে ১৭৯ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ, জবাব দিতে নেমে ৩ উইকেটে জয় পায় তামিম ইকবালরা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *