বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ৩৬ হয়ে গেলেও এখনো দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়ে যাচ্ছেন তিনি। ২৫ বছরের টগবগে তরুণ আর তার মাঝে যেন কোনো পার্থক্য নেই।
আর এমনটা চলতে থাকলে রোনালদো ৪০ বছর বয়সেও খেলতে পারবেন বলে মন্তব্য করেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে সুলশার বলেন, আমি মোটেও অবাক হব না যদি ৪০ বছর বয়সেও সে খেলতে থাকে। যেভাবে সে নিজের দেখভাল করে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
রোনালদো বরাবরই পরিশ্রমী খেলোয়াড়। এ বিষয় উল্লেখ করে সুলশার বলেন, জিনের ব্যাপার তো অবশ্যই কিছু আছে। আজকের এই জায়গায় আসতে নিজের চেষ্টা ও সামর্থ্যের প্রতিটি বিন্দু নিংড়ে দিয়েছে সে।
ম্যানচেস্টার বস আরো বলেন, তার মানসিকতা এখনও নিখুঁত এবং ভেতরের তাড়নাও প্রবল। যতদিন না তার পা গুলো, এমনকি তার মাথা বলবে, ‘এখন হয়েছে, সবকিছু দিয়ে ফেলেছি আমি’, ততদিন পর্যন্ত সে ছুটতেই থাকবে।