বাংলাদেশের পেসার ডোপ টেস্টে নিষিদ্ধ

খেলা led

নিউজ ডেষ্ক- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অ্যান্টি ডোপিং কোডের ধারা ২.১ লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে বাংলাদেশ দলের পেসার শহিদুল ইসলামকে।

আর এই অপরাধের কারণে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছেন ১০ মাস পেশাদার ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে শহিদুলকে।

শহিদুল গত ৪ মার্চ ঢাকায় আইসিসির ডোপিং পরীক্ষার প্রোগ্রামে প্রস্রাবের নমুনা দিয়েছিলেন। তার ইউরিনে ক্লোমিফেন পাওয়া গেছে। যা নিষিদ্ধ তালিকায় রয়েছে।

তবে আইসিসি জানিয়েছে শহিদুল খেলাধুলার পারফরম্যান্স বাড়ানোর জন্য নিষিদ্ধ পদার্থ ব্যবহার করেননি। তিনি অসাবধানতাবশত নিষিদ্ধ পদার্থটি গ্রহণ করেছিলেন।

১০ মাসের নিষেধাজ্ঞা শেষে ২০২৩ সালের ২৮ মার্চ তিনি ক্রিকেটে ফেরার যোগ্য হবেন।

২০২১ সালের ২২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে মিরপুরে টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচের মধ্য দিয়ে শহিদুলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। দেশের হয়ে তিনি মাত্র একটি ম্যাচ খেলেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *