বিদ্যুৎ ঘাটতি নিয়ে সতর্ক করলো জাপান

আন্তর্জাতিক

নিউজ ডেষ্ক- তীব্র তাপদাহের কারণে রাজধানী টোকিও এবং আশপাশের এলাকার নাগরিকদের বিদ্যুৎ ঘাটতি নিয়ে সতর্ক করলো জাপান সরকার। তাপপ্রবাহের কারণে বিদ্যুৎ সরবরাহে চাপ বাড়বে বলে সোমবার (২৭ জুন) সতর্ক করেছে কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে বিদ্যুৎ চাহিদা তীব্র হতে পারে জানিয়েছে দেশটির অর্থ, বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয়। এতে অপ্রয়োজনীয় বাতি অবশ্যই বন্ধ রাখা উচিত তবে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে এসি ব্যবহার করা যেতে পারে।

জাপান সরকার বলছে, আগামী কয়েক সপ্তাহের জন্য দেশে তাপমাত্রা বাড়বে। ফলে দেখা দেবে বিদ্যুৎ সংকট। এদিকে সপ্তাহান্তে মধ্য টোকিওর তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজধানীর উত্তরাঞ্চলের ইসেসকি শহরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা জুনে জাপানের সর্বোচ্চ তাপমাত্রা।

এ অবস্থায় দিনে তিন ঘণ্টা অপ্রয়োজনে লাইট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার বিকেলে টোকিও এবং আশপাশের ৮টি এলাকায় বিদ্যুতের অতিরিক্ত উৎপাদন ক্ষমতা ৩.৭ শতাংশে নেমে আসবে। সূত্র: বিবিসি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *