মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চালাকালীন সময় মাঠে ঢুকে পড়েছেন এক দর্শক। জৈব সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়া সেই দর্শক মুস্তাফিজুর রহমানের পায়ের কাছে গিয়ে মাটিতে মাথা ঠেকান তিনি। ওই দর্শকের মাঠে ঢুকার পর রিয়াদ-সোহানদের মাঝে এক রকম অস্বস্তির চিত্র দেখা গিয়েছে।
আজ (শনিবার) হোম অব অফ ক্রিকেট খ্যাত মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে সফরকারীদের ব্যাটিংয়ের সময় ১৩ ওভার শেষে এই ঘটনাটি ঘটে। যদিও পরবর্তীতে মাঠের নিরাপত্তারক্ষীদের সাহায্যে ওই দর্শককে মাঠ থেকে বাইরে নিয়ে যাওয়া হয়।
পাকিস্তান সিরিজের জন্য মাঠের চারপাশকে ঘিরে জৈব সুরক্ষা বলয় তৈরি করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়ম অনুযায়ী এই বলয়ে একমাত্র করোনা নেগেটিভ ক্রিকেটার ও স্টাফগণ ছাড়া আর কেউ ঢুৃকতে পারবেন না। কিন্তু এমন একটি বলয় ভেঙে সেখানে সাধারণ দর্শকের প্রবেশ ক্রিকেটার থেকে শুরু করে সবাইকে অবাক করেছে।
ইনিংসের ১৩তম ওভার তখন শেষ। নতুন প্রান্ত থেকে খেলা শুরু হবে। কিন্তু খেলা শুরু করা যায়নি যথাসময়ে। নর্দান গ্যালারি থেকে এক দর্শক মাঠের পাশে লোহার উঁচু দেওয়াল পেরিয়ে প্রবেশ করেন মাঠে। এই দর্শক যাখন নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তখন থেকে মাঠ কর্মীরা দেখছিলেন, তখন থেকেই তাকে চোখে চোখে রাখছিলনে।
কিন্তু অবাক করা বিষয় তার সঙ্গে দৌড়ে পারেননি মাঠ কর্মীরা। মাঠে গিয়েই বোলিং প্রান্তে এই দর্শক হাঁটু গেড়ে সিজদার মতো মাটিতে বসে পা ছোয়ার চেষ্টা করেছেন মুস্তাফিজুর রহমানের। জৈব সুরক্ষিত বলয়ে থাকা মুস্তাফিজ হালকা নিজেকে সরিয়ে নিয়েছেন। এরপর তাকে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। মুস্তাফিজও মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে। ফিল্ডিংয়ে আসেন শামীম হোসেন।
আর এ ঘটনার দিনেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি রিয়াদের দল। টানা দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান।