নিউজ ডেষ্ক- সৌদি আরবে পবিত্র হজে গিয়ে খেজুরের চারা সংগ্রহ করে দেশে ফিরে ৩ বিঘা জমিতে খেজুরের চাষ করে সফলতা পেয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের জাহিদুল ইসলাম। বর্তমানে তার বাগানে ২৪৯টি খেজুরের গাছ রয়েছে। তবে তার এ সফলতা দেখে অনেক বেকার যুবকরা খেজুরের বাগান করে স্বাবলম্বী হয়েছেন।
জানা যায়, বাজারে সৌদি আরবের খেজুর খেয়ে সেই বীজ সংরক্ষণ করে বপনের মাধ্যমে শুরু করেন খেজুরের বাগান। খেজুরের বাগানের পাশাপাশি ১৮ বিঘা জমিতে দেশি-বিদেশি বিভিন্ন ফলের বাগান ও নার্সারি রয়েছে জাহিদুল ইসলামের। বর্তমানে তার বাগানে ১০ থেকে ১২ জন যুবক কাজ করছেন।
বাগানে মালিক জাহিদুল বলেন, এখন পর্যন্ত বাগান করতে খরচ হয়েছে ২৪ লাখ টাকা। বীজ ও কলমের চারা গাছ ৩০০ থেকে শুরু করে ৩০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। বাগান থেকে প্রতিবছর কয়েক লাখ টাকা আয় হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে ছোট বড় সব মিলে বাগানে প্রায় ২ হাজারেও বেশি চারা গাছ রয়েছে। প্রতিটি চারা গাছের বাজার মূল্য ২ হাজার টাকা ধরে হিসাব করলে ৪ কোটি টাকার চারা বিক্রি করা যাবে।
চারা কিনতে আসা ব্যবসায়ী ইব্রাহীম বলেন, খুলনা জেলার ফুলতলা উপজেলা থেকে এই নার্সারিতে চারা নিতে এসেছি। দীর্ঘ ২০ বছর থেকে এখান থেকে চারা নিয়ে দেশের বিভিন্ন এলাকায় ব্যবসা করি।
গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ মুঠোফোনে বলেন, জাহিদুল ইসলাম একজন সফল চাষি। তিনি তার নার্সারিতে খেজুর চাষের পাশাপাশি বড় সুপারির চারা ও বিদেশি কয়েক জাতের আমও চাষ করছেন। কৃষি অফিস থেকে তাকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। যদি সঠিক পরিচর্যা করে তাহলে খেজুর ফল উৎপাদন করা সম্ভব।