বিপাকে রংপুরের বাদাম চাষিরা, বৃদ্ধি পাচ্ছে তিস্তা নদীর পানি

বাংলাদেশ

নিউজ ডেষ্ক-হঠাৎ করে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাদাম চাষিরা। যার ফলে খেত থেকে আগাম বাদাম ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে চাষিরা। আগাম বাদাম ঘরে তুলার জন্য কিছুটা লোকসান পড়বে চাষিরা।

জানা যায়, কয়েক দিনের ব্যবধানে তিস্তার পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে তিস্তা নদীর পানি কোনো কোনো স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। আর হঠাৎ নদীর পানি বেড়ে দুই কূল প্লাবিত হয়ে গেলে বাদামখেত তলিয়ে যাবার ভয়ে আগাম বাদাম তুলে ফেলছে তিস্তা পড়ের চাষিরা।

বাদাম চাষিদের সাথে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে বাদামে ভালো ফলেন আশা ছিল। যদি আর এক সপ্তাহ পরে খেত থেকে বাদাম তুললে ওজন বেশি হতো। সেই সঙ্গে বাদামও ভালো পরিপক্ব হতো। কিন্তু নদীর পানি দ্রুত বাড়াড় কারণে আগে বাদাম ঘরে তুলতে হচ্ছে।

মহিপুর এলাকার কৃষক মহুবার আলী বলেন, এবার আমি ৩২ শতাংশ জমিতে বাদাম চাষ করি। নদীর পানি বেড়ে গেলে বাদামখেত তলিয়ে গিয়ে পুরো বাদাম নষ্ট হয়ে যাবে বলে তুলে ফেলছি। কিন্তু বাদাম আরও এক সপ্তাহ খেতে থাকলে পরিপক্ব হইল হয়। কিন্তু পানি ওঠার ভয়ে এই বাদাম আগাম তোলা হইতোছে।

একই এলাকার ইয়াছিন আলী বলেন, আমার ৩০ শতাংশ জমির বাদাম আগাম তুলেছি। করণ প্রতিদিন যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে চারে জমি তুলিয়ে যাবে। আর জমি তুলিয়ে গেলে বাদাম নষ্ট হতে পারে তাই আগে বাদাম ঘরে তুলে নিয়েছে।

লক্ষ্মীটারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, অসময়ে তিস্তা নদীর পানি বেড়েই চলেছে। বন্যা হতে পারে। সেই আশঙ্কায় চরের মানুষকে সতর্ক করা হচ্ছে।

পাউবোর রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, তিস্তা নদীর পানি প্রতিদিনই বাড়ছে। তাই আগামী এক সপ্তাহে তিস্তার পানি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *