নিউজ ডেস্ক: নব্বই দশকে জনপ্রিয় চিত্রনায়ক নাঈম অনেক বছর ধরে চলচ্চিত্রে অভিনয় করেন না। তবে তাকে চলচ্চিত্রে বিভিন্ন অনুষ্ঠানে তার দেখা যায়। বেশ কিছুদিন ধরেই অসুস্থ রয়েছেন তিনি।
শনিবার (৬ নভেম্বর) রাতে বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে নায়ক নাঈমের জন্য দোয়া চেয়েছেন। তিনি লেখেন, ‘আমাদের সবার প্রিয় নায়ক নাঈম ভাইয়ার গতকাল রাতে বাইপাস অপারেশন হয়েছে। আল্লাহর অশেষ রহমতে এখন ভালো আছে। আপনারা সবাই নাঈম ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদের নেক হেদায়েত দান করুন।’
ঢাকাই ছবির নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে এই জুটির অভিষেক হয়। এই জুটিকে ছবিটি দর্শকদের দারুণ সাড়া পেয়েছিল। নাঈম-শাবনাজ অভিনীত বেশিরভাগ ছবিই ছিল ব্যবসাসফল।
নাঈম-শাবনাজ জুটিতে ২০টির মতো ছবিতে অভিনয় করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য- জিদ, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিষের বাঁশি, সোনিয়া, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ প্রভৃতি।
চিত্রনায়ক নাঈম চলচ্চিত্রে কাজের থাকাকালে ভালোবেসে চিত্রনায়িকা শাবনাজকে বিয়ে করেন। শোবিজে সুখী দম্পতিদের মধ্যে তারা অনেক এগিয়ে রয়েছে। নাঈম-শাবনাজের ঘরে রয়েছে দুই কন্যা সন্তান নামিরা ও মাহদিয়া। সফলতার মাঝে থাকতেই এই জুটি একসঙ্গে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে সরে যান। সংসার-সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটান।
বর্তমানে বেশিরভাগ সময় টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলেই কাটান নাঈম। অভিনয় জীবন থেকে সরে গিয়ে গ্রামের পৈতৃক কৃষিজমি ও ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন নায়ক নাঈম। কৃষিকাজের ছবি অনেক সময়ই ফেসবুকে আপলোড করেন তিনি। অন্যদিকে তার সহধর্মিণী শাবনাজ সংসারে ব্যস্ত সময় পার করছেন।
নাঈম স্যার নবাব সলিমুল্লাহ’র বংশধর। মায়ের সূত্রে টাঙ্গাইল করটিয়া জমিদার বাড়ির সন্তান তিনি।