৯ বছর পর বাবার সঙ্গে দেখা হলো সেই ৩ মেয়ের!

Uncategorized

ঢাকার আদাবর থেকে নিখোঁজ তিন বোনকে যশোর থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে যশোর কোতয়ালি থানা পুলিশ। আজ (শুক্রবার) সন্ধ্যায় যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামে তাদের বাবার বাড়ি থেকে তিন বোনকে উদ্ধার করে পুলিশ।

ঢাকা মেট্রো পলিটন পুলিশের দেওয়া তথ্যে জানা যায় যশোর কোতয়ালি থানার এসআই আনসারুল হক তাদের উদ্ধার করেন। উদ্ধারকৃত তিনি বোন হলেন রুকাইয়া আরা চৌধুরি (২১), জয়নব আরা চৌধুরী (১৯) এবং খাদিজা আরা চৌধুরী (১৭)। সন্ধ্যায় যশোর পুলিশের মুখপাত্র ডিবি ওসি রুপণ কুমার সরকার সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি জানান, তারা তিন বোন তাদের বাবা-মায়ের সাথে উত্তরা লেকসিটি কনকর্ডে ভাড়া বাসায় বসবাস করতো। ২০১২ সালের দিকে বাবা-মায়ের মধ্যে ঝগড়া হলে তাদের বাবা ঢাকা ছেড়ে যশোরে এসে পাড়ি জমান। তারা তিন বোন তখন মায়ের সাথে ঢাকাতেই থেকে যায়। তিন বোনের বাবা রফিকুজ্জামান পেশায় একজন স্কুল শিক্ষক ছিলেন।

এরপর ২০১৩ সালে তাদের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর এক বোন রুকাইয়াকে লালন পালনের দায়িত্ব নেয় তার খালা সাজিয়া নওরিন চৌধুরী। আর বাকি দুই বোন জয়নব আরা ও খাদিজা আরাকে লালন পালনের দায়িত্ব নেয় আরেক খালা সামিয়ারা চৌধুরী।

গত ১৮ নভেম্বর সকালে মোহাম্মদপুর বাসা থেকে তিনজন নিখোঁজ হয় এবং এ ব্যাপারে তাদের খালা সাজিয়া নওরিন আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আর এ বিষয়ে তিন বোন যশোর পুলিশকে জানিয়েছে, ২০১২ সালের পর থেকে তাদের বাবার সঙ্গে তাদের কোন ধরনের যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি তাদের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার করা হতো। তাই তিনবোন পরামর্শ করে মোহাম্মদপুর থেকে পালিয়ে যশোরে তাদের বাবার বাড়ি চলে আসে।

এ বিষয়ে ডিবি ওসি আরো জানান, তারা তিনবোন টিকটকে আসক্ত নয়। এমনকি তাদের কোন ধরনের অ্যান্ড্রয়েড মোবাইলও নেই। তাদের বাবা বর্তমানে প্যারালাইজড হয়ে বাসায় আছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *