৯ দাবিতে প্রতীকী লাশ নিয়ে শিক্ষার্থীদের মিছিল

জাতীয়

নিউজ ডেষ্ক- নিরাপদ সড়ক ও বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারসহ ৯ দফা দাবিতে প্রতীকী লাশ নিয়ে সড়কে মিছিল করেছে শিক্ষার্থীরা।

আজ (রোববার) রাজধানীর শাহবাগ মোড় থেকে এ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এসময় শাহবাগ মোড়ে তারা অবস্থান নিতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়।

পরে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দিকে যায় এবং সংক্ষিপ্ত মিছিল করে তাদের কর্মসূচি শেষ করে।

মিছিলে নিরাপদ সড়ক আন্দোলনের সমন্বয়ক শ্রাবণ চৌধুরী, আরদিতা রায়, সাজ্জাদ হোসেন শুভ, জুয়েল মিয়াসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাতে অংশ নেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, “একের পর এক লাশের ভার তারা আর বইতে পারছে না। এক প্রকার বাধ্য হয়ে তারা রাস্তায় নেমে কর্মসূচি করছে। তাদের মূল দাবি নিরাপদ সড়ক নিশ্চিত করা। দাবি আদায় না হলে এবং এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নিলে তারা কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখেন।

শিক্ষার্থীদের ৯ দফা দাবি হচ্চে-

১. বেপরোয়া গতিতে গাড়ি চালানো চালককে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে এবং এই বিধান সংবিধানে দ্রুত সংযোজন করতে হবে।

২. নৌপরিবহন প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে সকল শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৩. ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ ও লাইসেন্স ছাড়া চালকরা কোনভাবেই গাড়ি চালাতে পারবেন না।

৪. বাসে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না।

৫. শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভারব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা করতে হবে।

৬. প্রতিটি সড়কে দুর্ঘটনাপ্রবণ এলাকায় স্পিডব্রেকার তৈরী করতে হবে।

৭. সড়ক দুর্ঘটনায় নিহত সকল ছাত্রছাত্রীদের দায়ভার সরকারকে নিতে হবে।

৮. শিক্ষার্থীরা বাস থামানোর সিগন্যাল দিলে অবশ্যই তা থামিয়ে তাদের নিতে হবে।

৯. শুধু ঢাকা নয়, সারাদেশের শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *