নিউজ ডেষ্ক- বড়দিনের পরদিন বড় জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটিকে ৬-৩ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। তবে স্কোরলাইন দেখে যতটা সহজ মনে হচ্ছে, ম্যাচটা ঠিক ততটা সহজ ছিল না। নাটকীয়তায় ভরা ছিলো ম্যান সিটি ও লেস্টার সিটির এই ম্যাচটি।
ম্যান সিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের মাত্র ২৫ মিনিট পার হতেই ৪-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। সেখান থেকে দ্বিতীয়ার্ধে দশ মিনিটের মধ্যে ম্যাচে ফিরে লেস্টার। যেখানে স্কোরলাইন হয় ৪-৩। তবে সেখান থেকে আরও দুই বার জালে বল জড়িয়ে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে সিটিজেনরা।
ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম গোলের দেখা পান কেভিন ডি ব্রুইন। এর দশ মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াদ মাহরেজ। ম্যাচের বয়স ২১ মিনিট হতেই তৃতীয় পেরেক ঠুকে দেন ইল্কায় গুন্ডোগান। চার মিনিটের মধ্যে পেনাল্টি থেকে চতু্র্থ গোল পূরণ করেন রহিম স্টারলিং।
পরে দ্বিতীয়ার্ধে ফিরে পাল্টা আঘাত হানে লেস্টার। ম্যাচের ৫৫ মিনিটে লিস্টারের প্রথম গোলের নায়ক জেমস ম্যাডিসন, ৪ মিনিট পর ব্যবধান আরও কমিয়ে আনেন আদেমলা লুকমান। আর ম্যাচের ৬৫ মিনিটে গিয়ে স্কোরলাইন ৪-৩ করেন কেনেচি ইহেনাচো।
তবে সেখান থেকে আর ফিরে আসা হয়নি লেস্টারের। ম্যাচের ৬৯ মিনিটে সিটিজেনদের আরও একবার এগিয়ে দেন এমেরিক লাপোর্তে। পরে ৮৭ মিনিটে লেস্টারের জালে শেষবার বল জড়ান স্টারলিং, আর তাতেই নিশ্চিত হয় ম্যান সিটির ৬-৩ গোলের জয়।