৯ কেন্দ্র মিলিয়ে মাত্র ৯২ ভোট পেলেন নৌকার প্রার্থী!

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- নীলফামারীর সৈয়দপুরে খাতামধুপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হাসিনা বেগম নৌকা প্রতীকে লড়াই করে পেয়েছেন মাত্র ৯৩ ভোট। ওই ইউপির ৯টি কেন্দ্র মিলিয়ে এই ভোট পান হাসিনা। এতে তার দেওয়া জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

আর এটি জেলায় নৌকা প্রতীক নিয়ে সর্বনিম্ন ভোটের রেকর্ড। এমনকি হাতপাখা প্রতীক নিয়েও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ কাশেম আলীও তার চেয়ে বেশি ভোট পেয়েছেন। কাশেম আলী যেখানে ২২৬ ভোট পেয়েছেন সেখানে তার বিপরীতে হাসিনা বেগম পেয়েছেন ৯৩ ভোট।

এ ইউনিয়নে চেয়ারম্যানপদে পাঁচজন প্রার্থী লড়াই করেন। ইউনিয়নে ১৭ হাজার ৪৯৬ ভোটারের মধ্যে ১৫ হাজার ১২০ ভোটার কাষ্ট হয়। যার মধ্যে ৩৪২ ভোটারের ভোট কাষ্ট হয়নি। কাষ্টকৃত মোট ভোট থেকে নৌকার প্রার্থী শুন্য দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। গতকাল (রোববার) রাত সাড়ে ৮টায় ঘোষিত ফলাফল থেকে ফলাফল জানা যায়।

ইউনিয়নটিতে স্বতন্ত্র প্রার্থী (আ.লীগ বিদ্রোহী) প্রার্থী মাসুদ রানা বাবু মটরসাইকেল প্রতীক নিয়ে ৭ হাজার ৪০৫ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জুয়েল চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৯৭৮টি ভোট। অপর স্বতন্ত্র প্রার্থী মাহাফুজ রাজা টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন মাত্র ৭৬টি ভোট।

এদিকে নৌকার এমন বিপর্যয়ে ইউনিয়নটিতে নানা আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্চে। খোদ দলের নেতাকর্মীরাও বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।

স্থানীয় ভোটার থেকে শুরু করেই সবাই বিষয়টিকে দলের জন্য মোটেও ভালো কোন বার্তা দিচ্ছে না বলে মনে করেন। অনেকেই বলছেন এ ধরনের পরাজয় আ.লীগের জন্য চরম লজ্জ্বার।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *