নিউজ ডেষ্ক- মাত্র ১ টি গরু দিয়ে খামার করলেও বর্তমানে ১৩৫ টা গরুর মালিক পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বহরমপুর গ্রামের সফল উদ্যোক্তা আমিরুল ইসলাম। তাছাড়া এবছর বিশ্ব দুগ্ধ দিবসে তিনি দেশসেরা ডেইরি আইকন হিসেবে সম্মাননা পেয়েছে উদ্যোক্তা আমিরুল ইসলামের ‘তন্ময় ডেইরি ফার্ম’। তার এ খামার দেখে এলাকার বেকার যুবকরা খামার করতে আগ্রহী হচ্ছেন।
জানা যায়, বর্তমানে তার খামারে ১৩৫টি গরু রয়েছে। প্রতিদিন খামারের গরু থেকে দুধ হয় ৫০০ থেকে ৬০০ লিটার। বছরে খামার থেকে ৫০টির বেশি বাছুর বিক্রি হয়। এ থেকে ৫০ থেকে ৬০ লাখ টাকা আয় হয়। তাছাড়া গরুর গোবর থেকে তৈরি হচ্ছে বায়োগ্যাস ও কেঁচো কম্পোস্ট জৈব সার। খামার কাজ করার জন্য ১০ জন লোক রয়েছে বলে জানা যায়।
সফল উদ্যোক্তা খামারী আমিরুল ইসলাম বলেন, ২২ বিঘা জমির উপর আমার এই খামার। বর্তমানে খামারে শংকর জাতের ১৩৫টি গাভী রয়েছে। এর পাশাপাশি ৩ বছর আগে ৩টি গাড়ল দিয়ে শুরু করা গাড়লের খামারে বর্তমানে ২৫টি গাড়ল রয়েছে। এর মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে ৮টি গাড়ল জবাই করা হয়েছে, ৫টি বিক্রি করা হয়েছে। আর ৪টি মহিষ দিয়ে এবছরই শুরু করেছেন মহিষের খামার।
তিনি আরও বলেন, আমার স্বপ্ন এলাকায় একটি বৃহৎ পরিসরে দুধের পল্লী গড়ে তোলা। ওই পল্লীর বৈশিষ্ট্য হবে স্বল্প মূল্যে দুগ্ধ জাতীয় ও শিশুদের পুষ্টি মেটাতে সুস্বাদু খাবার তৈরি করা।
ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হোসাইন বলেন, আমিরুল একজন আদর্শ খামারী। তিনি দীর্ঘদিন যাবত প্রাণী সম্পদ বিভাগের সাথে সম্পৃক্ত। আমাদের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে আমাদের সাধ্যমতো সহযোগিতা করে আসছি। যারা নতুন উদ্যোক্তা হবেন তাদের পরামর্শ দেবো, আমিরুলের খামারটি পরিদর্শন করে তার উদ্যোগ অনুসরণ করে দেখতে পারেন।