৩০০ আসনেই জিতবে বিএনপি যদি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হয়: রুমিন ফারহানা

রাজনীতি

নিউজ ডেষ্ক- উবিএনপি দলীয় সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে ৩০০ আসনেই জয়লাভ করবে বিএনপি।

বাংলাদেশে এ যাবত যা কিছু ভালো হয়েছে তা বিএনপিই করেছে।’ বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। রুমিন ফারহানা বলেন, ‘১৯৭১ সালে যখন স্বাধীনতার ঘোষণা দেওয়ার কেউ ছিল না,

তখনই প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। তিনিই ছিলেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আওয়ামী লীগ নেতারা ভারতে পালিয়ে গিয়েছিলেন। আজ বিএনপি ভালো নেই, দেশও ভালো নেই।’

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে দলীয় এবং বিরোধীমত পোষণকারীদের বিরুদ্ধে যত ধরনের হামলা, নির্যাতন, পুলিশি হয়রানি ও মিথ্যা মামলা করা হয়েছে সময়মতো এর প্রত্যেকটির জবাব নেওয়া হবে। গুম-খুনের সঙ্গে অভিযুক্ত সরকারি এজেন্সির প্রত্যেক কর্মকর্তাদেরও জবাবদিহিতার আওতায় হবে।’

এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রোকনউদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-৩ আসনের এমপি জাহিদুর রহমান, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন প্রমুখ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *