১৮৬ নদীর ইতিহাস মুখস্থ বলতে পারেন ৮ বছরের শিশু

ফিচার

নিউজ ডেষ্ক- মাত্র ১৫ মিনিট ৫৩ সেকেন্ডে বিশ্বের মোট ১৮৬টি নদী সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে দিলো শিশুটি। নদীর নাম থেকে শুরু করে কোন কোন দেশের মধ্য দিয়ে বয়েছে, কোন মহাদেশের অংশ, নদীর উৎপত্তি-পতনস্থল, দৈর্ঘ্য (কিলোমিটারে) কিচ্ছু বাদ যায়নি তার বর্ণনায়। এতে গড়লেন বিশ্বরেকর্ড।

সনভ রামশঙ্করের বয়সটা মাত্র আট। ভারতের তামিলনাড়ুতে জন্ম হলেও বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন তিনি। আর এভাবেই সে গড়েছে বিশ্বরেকর্ড, নিজের করে নিয়েছে বিশ্বসেরার মুকুট। সনভের আগে এ রেকর্ড আর কেউই করতে পারেনি, নতুন তৈরি হওয়া এই ক্যাটাগরিতে।

গত ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টায়, একটি ‘ভার্চুয়াল ইভেন্টে’ নদীকাহিনি বর্ণনা করেন সনভ। তার এমন কীর্তি, ‘লাইভ’ দেখানো হয় ফেসবুক এবং ইউটিউবে। তবে ভারতীয় এই বালকের বেনজির প্রতিভার স্ফুরণ শৈশবেই প্রতিফলিত হয়েছিল।

ছোট থেকেই সনভের প্রিয় বিষয় ছিল ভূগোল। বসে বসে ইন্টারনেট ঘাঁটত আর নিজের মস্তিষ্কের খিদে মেটাত। বিশ্বের মোট ১৯৬টি দেশের রাজধানী, মুদ্রা প্রভৃতির খতিয়ান ছিল তার নখদর্পণে।

ছেলের উৎসাহ দেখেই ‘ইন্টেলিজেন্স কোচ’ সুশান্ত মাইসোরকরের কাছে প্রশিক্ষণের জন্য পাঠান তার বাবা-মা। টানা দু’মাস, নানা ধরনের ‘মেমরি টুল টেকনিক’-এর সাহায্যে নিজেকে প্রস্তুত করেন সনভ।

এরমধ্যে বিশ্বের নদীকাহন মনে রাখতে তার ৬০ ঘণ্টার পরিশ্রম ব্যয় করেছিল। দুবাইয়ের জেমস, দ্য মিলেনিয়াম স্কুলের গ্রেড থ্রি-র পড়ুয়া সনভ তার এই কীর্তি সম্পর্কে সংবাদমাধ্যমকে জানিয়েছে, “বাবা-মা এবং মেন্টরকে অবশ্যই ধন্যবাদ দেব। আমার মন্ত্র–কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই।”

সানভ কারাতে একজন ব্রাউন বেল্ট ধারক এবং দ্রুতই তিনি ব্ল্যাক বেল্ট অর্জন করবেন। সম্প্রতি নিজের একটি ইউটিউব চ্যানেলও খুলেছেন তিনি। এ ছাড়াও সানভও দাবা এবং ফুটবল খেলতে খুব ভালোবাসেন। এরইমধ্যে দুবাইয়ের বিভিন্ন অভ্যন্তরীণ টুর্নামেন্ট থেকে পদক এবং সার্টিফিকেশনও অর্জন করেন সনভে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *