১১০ টাকায় আজ থেকে মিলবে তেল

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- আজ বুধবার ২২ জুন থেকে ১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। পাশাপাশি ভর্তুকি মূল্যে মশুর ডাল ও চিনি বিক্রি করবে সংস্থাটি। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান ও নির্ধারিত স্থান থে‌কে এ পণ্য কিন‌তে পার‌বেন সুবিধাভোগীরা।

এর আগে গতকাল মঙ্গলবার ২১ জুন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। টিসিবির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের উপকারভোগী পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম ২২ জুন (বুধবার) থে‌কে চালু হ‌বে, চল‌বে ৫ জুলাই পর্যন্ত।

ত‌বে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জসহ সংশ্লিষ্ট জেলায় বিক্রি শুরু হ‌বে ২৬ জুন থে‌কে। এছাড়া বন্যার কারণে সিলেট বিভাগের জেলাগু‌লো‌তে বিক্রয় কার্যক্রম আপাতত স্থগিত থাকবে। পরিস্থিতি বিবেচনায় বিক্রয়ের তারিখ পরবর্তীতে জানানো হবে।

এদিকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থে‌কে একজন ক্রেতা ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মশুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *