১০ টাকা কেজি পটল দিনাজপুরে!

কৃষি ও প্রকৃতি breaking subled

নিউজ ডেষ্ক- চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় দিনাজপুরের বিরামপুর উপজেলায় এবার পটলের ভাল ফলন হয়েছে। ফলন ভালো হলেও বাজারে দাম কমে গিয়েছে পটলের। খুচরা বাজারে প্রতি কেজি পটল ১০ টাকা বিক্রি হচ্ছে।

জানা যায়, অন্য বছর বর্ষকালে বৃষ্টির কারণে পটলের গাছ পচে নষ্ট হয়ে যেত। এবার বর্ষায় বৃষ্টি কম হওয়ায় পটল গাছের কোনো ক্ষতি হয়নি। ফলে পটলের ভাল ফলন হয়েছে। স্থানীয় বাজারে পটলের ব্যাপক আমদানি হওয়ার পাইকারি বাজারে প্রতি মণ পটল ৩০০ থেকে ৩২০ টাকা দরে বেচা-কেনা চলছে। আর পটল খুচরা প্রতি কেজি ১০ টাকা বিক্রি হচ্ছে।

উপজেলার মনিরামপুর গ্রামের সোলায়মান আলী বলেন, চলতি মৌসুমে বৃষ্টি কম হওয়ায় পটল গাছের কোনো ক্ষতি হয়নি। ফলে পটলের ভাল ফলন হয়েছে। বাজারে কম দামে পটল বিক্রি করতে হচ্ছে। যার ফলে উৎপাদন খরচ উঠানোর নিয়ে সংশয় রয়েছে।

আড়ৎদার জামাল হোসেন বলেন, বিরামপুর বাজার থেকে পটল কিনে রাজধানীতে পাঠানো হয়। বর্তমানে বিরামপুর এলাকার অন্যান্য সবজির সঙ্গে বিপুল পরিমাণ পটল রাজধানীতে চালান করা হচ্ছে।

বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল বলেন, উপজেলায় ১১০ হেক্টর জমিতে শাক-সবজির চাষ করা হয়েছে। অন্যান্য সবজির তুলনায় এবার পটলের ভাল ফলন হওয়ায় স্থানীয় বাজারে দাম কমে গেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *