নিউজ ডেষ্ক- দেশে চলতি মাস অর্থাৎ নভেম্বরের প্রথম ১৮ দিনে ১০৫ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় ১৭৬ কোটি ডলার ছাড়াতে পারে। আজ রোববার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, নভেম্বরের প্রথম ১৮ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ১৮ কোটি ৮২ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৮৪ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৭ লাখ মার্কিন ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে দুই কোটি ৩৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।
একই সময়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ব্যাংকটির মাধ্যমে ২৭ কোটি ২২ লাখ ডলার এসেছে। এরপর অগ্রণী ব্যাংকে ৭ কোটি ৩৬ লাখ, ডাচ্–বাংলা ব্যাংকে ৬ কোটি ৬৪ লাখ, সোনালী ব্যাংকে ৬ কোটি ৪২ লাখ এবং আল আরাফা ইসলামী ব্যাংকে ৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে।