হোয়াটসআপে শিক্ষকের মেসেজ, শিক্ষার্থীদের প্রতিবাদ ফেসবুক গ্রুপে

Uncategorized

নিউজ ডেষ্ক- রাজধানীর একটি বেসরকারি কলেজের শিক্ষকের বিরুদ্ধে ফেসবুক গ্রুপে অভিযোগ আনেন শতাধিক শিক্ষার্থী। রাজধানীর উত্তরার ওই কলেজের শিক্ষকের বিরুদ্ধে রিম রহমান নামের এক শিক্ষার্থী প্রথমে অভিযোগ করেন বলে জানা যায়। ফেসবুক স্ক্রিনশট পোস্ট করে করা ঐ অভিযোগের পর আরো প্রচুর ছাত্রীর অভিযোগ পাওয়া যায়।

স্ক্রিনশট প্রকাশ করে রিম লিখেন, “এইগুলো হয়তো আমি কখনোই ভাইরাল করতাম না। কিন্তু এখন করার একটাই কারণ যে উনি ক্লাস সেভেন এইটে থাকতে আমাদের অনেকগুলো ফ্রেন্ডকে হ্যারাস করছে। কিন্তু তখন আমাদের কাছে কোনো প্রমাণ ছিল না। একজনের কাছে প্রমাণ ছিল, তাকে কনভিন্সড করে সেগুলো ফোন থেকে ডিলিট করানো হয়েছে।”

থানায় অভিযোগ করেছেন কি না এমন প্রশ্নের জবাবে রিম বলেন, “এ বিষয়ে গত ২২ নভেম্বর আমি রমনা থানায় যাই। সেখানে আমাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এরপরে আমাকে সাইবার সিকিউরিটি টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়। কিন্তু আমি আর যাইনি, ফেসবুকেই এসে গ্রুপ খুলি। বিচার হোক বা না হোক, সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক নামের এইসকল প্রশ্নবিদ্ধ মানুষকে চিরে রাখুক।”

প্রতিবাদে খোলা গ্রুপে একাধিক শিক্ষার্থী নিজেদের অভিজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের সঙ্গেও একই কাজ করা হয়েছিলো।

অ্যাকশন এগেইনস্ট হ্যারাসমেন্ট নামের পুরো গ্রুপ ঘুরে দেখা যায় একাধিক শিক্ষার্থীর সঙ্গে একই ঘটনা ঘটিয়েছেন ওই শিক্ষক। জানা যায়, রাজধানীর ওই স্কুল থেকে শিক্ষককে ইতিমধ্যে বহিস্কার করা হয়েছে।

আর বিষয়টি নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক বলেন, যারা ফেসবুক গ্রুপ খুলেছে আপনি তাদের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আমার কোনোস কিছু বলার নেই।

ঘটনা কি মিথ্যা? এর জবাবে ওই শিক্ষক বলেন, “এটা উদ্দেশ্যপ্রণোদিত।’ স্ক্রিনশট কি বানানো এই প্রশ্নের জবাবে বলেন, ‘আপনি তাদের সঙ্গে কথা বলেন। আমার কোনো বক্তব্য নেই।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *