নিউজ ডেষ্ক- মাত্র ১ দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে কেজিতে ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে কাঁচামরিচের দাম। হঠাৎ কোরবানির আগে কাঁচামরিচের দাম বৃদ্ধি পাওয়ায় দিশেহারা সাধারণ ভোক্তারা।
সরেজমিনে হিলি বাজার ঘুরে দেখা যায়, ১ দিন আগে যে কাঁচামরিচের দাম ছিল ৭০ থেকে ৮০ টাকা। তা আজ বিক্রি হচ্ছে কেজি প্রতি পাইকারি ১২০ টাকায়। খুচরা বাজারে তা আবার বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে।
হিলি বাজারে সবজি কিনতে আসা আজিজুল ইসলাম বলেন, সামনে কোরবানির ঈদ। আদা, রসুন, পেঁয়াজ ও কাঁচামরিচ কিনতে এসেছি বাজারে। সব জিনিসের দাম মোটামুটি ঠিক আছে। তবে কাঁচামরিচের দাম কেজি অনেক বেড়ে গেছে। দুই দিন আগে ৮০ কেজি ছিলো আজ তা ১২০ টাকায় কিনতে হলো।
হিলি বাজারে কাঁচামরিচের পাইকারি ব্যবসায়ী বিপ্লব হোসেন বলেন, আমরা নওগাঁ জেলার বিভিন্ন এলাকা থেকে কাঁচামরিচ আমদানি করে থাকি। কিন্তু বন্যার কারণে ওইসব অঞ্চলের মরিচের অনেক ক্ষতি হয়েছে। যার কারণে সরবরাহ কমে গেছে, পাশাপাশি দামও বৃদ্ধি পেয়েছে।