নিউজ ডেষ্ক- ভারতের কর্নাটক রাজ্যের উদুপির গার্লস পিইউ কলেজে হিজাব পরার দাবিতে মুসলিম ছাত্রীরা বিক্ষোভ করেছিল মাসখানেক আগে। আন্দোলনকারী সেই ছ’জন মুসলিম ছাত্রীর ব্যক্তিগত তথ্য এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস করার অভিযোগ উঠেছে। খবর এনডিটিভির।
ওই ছাত্রীদের অভিভাবকেরা ইতিমধ্যেই এ বিষয়ে কর্নাটক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। উদুপির পুলিশ সুপার এন বিষ্ণুবর্ধনের কাছে অভিযোগ দায়ের করার পর শুক্রবার এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে এবং তার বান্ধবীদের নাম, ফেসবুক অ্যাকাউন্ট, মোবাইল নম্বরসহ নানা তথ্য নেটমাধ্যমে শেয়ার করা হয়েছে। আশঙ্কা করছি, ভবিষ্যতে তাদের হুমকি দিতে সেগুলি ব্যবহার করা হবে।
এ বিষয়ে বিষ্ণুবর্ধন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। ওই ছাত্রীদের থেকে এ সংক্রান্ত অনলাইন-তথ্য চাওয়া হয়েছে। তা পাওয়া গেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, জানুয়ারি মাসে কর্নাটকের উদুপির ওই কলেজে হিজাব পরিহিত ছাত্রীদের ক্লাস করতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। কর্নাটকের শিক্ষা আইন অনুযায়ী, সরকারি কলেজগুলি নিজস্ব পোশাকবিধি চালু করতে পারে। কয়েকটি সরকারি কলেজে মুসলিম মেয়েদের হিজাব পরে আসার অনুমতি থাকলেও হিজাব পরে ক্লাস করা যাবে কি না সেবিষয়ে স্পষ্ট কিছু বলা নেই।