হাসপাতালে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত

জাতীয়

নিউজ ডেষ্ক- সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিত খেতে পারছেন না। তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। এ কারণে পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুহিতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান।

আবুল মাল আবদুল মুহিতকে শনিবার সকাল সাড়ে ১১টায় বনানীর বাসা থেকে ঢাকার গ্রীন রোড এলাকার ‘গ্রীন লাইফ’ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (মুহিত) এমনিতে ভালো আছেন। তাঁর কোনো বড় অসুখ নাই। আগে যেসব অসুখ ছিল তার কোনোটাই নাই। ডায়াবেটিস, ব্লাড প্রেসার এগুলো কিছুই নাই। তবে তিনি অত্যন্ত দুর্বল। কারণ তাঁর খাওয়ার কোনো রুচি নেই। ’

মোমেন বলেন, ‘তিনি (মুহিত) অনেক দিন ধরে খাওয়াদাওয়া করেন না। এর ফলে তাঁর ওজন হঠাৎ কমে গেছে। সে জন্য আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছি, তাঁকে খাওয়াতে হবে। তাই আমরা হাসপাতালে নিয়েছি। ’

আবুল মাল আবদুল মুহিতের বয়স বর্তমানে ৮৮ বছর। মুহিত এর আগে গত বছরে করোনায় আক্রান্ত হন। গত বছরের ২৯ জুলাই তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে তিনি করোনামুক্ত হয়ে বাসায় ফেরেন। তখন থেকে তিনি শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *