হাঁসের ডিমের পিস ১৫ টাকা, ২৮০ টাকা কেজিতে টমেটো

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- কোরবানির ঈদকে সামনে রেখে ময়মনসিংহে মাছ-মাংসের দাম কমলেও বেড়েছে সবজির। টমেটো বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি। আলুর দাম সপ্তাহের ব্যবধানে তিন টাকা বেড়ে হয়েছে ৩৫ টাকা। এক হালি হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকা।

রোববার (৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে ঘুরে এ চিত্র দেখা গেছে।

বাজারের সবজিবিক্রেতা আরিফ রব্বানী জাগো নিউজকে বলেন, ‘বর্তমানে টমেটো দেশে উৎপাদন হচ্ছে না। যাও আছে তা বড় বড় ব্যবসায়ীরা গুদামজাত করে রাখছেন। তারা অল্প অল্প বের করছেন আর বিক্রি করছেন। তাই টমেটোর দাম বেড়েছে।’

মেছুয়া বাজারে টমেটো ২৮০ টাকা, গাজর ৯০ টাকা, শসা ৬০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, কাঁচকলা হালি ৩৫ টাকা, পটোল কেজি ৪০ টাকা, পেঁপে ২৫ টাকা, বেগুন ৮০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, লাউ প্রতি পিস ৫০ টাকা, বরবটি ৫০ টাকা কেজি, মিষ্টিকুমড়া পিস ৪৫ টাকা, বাঁধাকপি ৭০ টাকা কেজি, ফুলকপি ৬০ টাকা, ঢেঁড়শ ৩০ টাকা, ধুন্দল ৪০ টাকা, করলা ৫০ টাকা, লেবু প্রতি হালি ১০ টাকা, কাকরোল ৫০ টাকা, কচুর মুখি ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারের মাছ মহালের মাছবিক্রেতা আব্দুল হামিদ বলেন, সামনে কোরবানির ঈদ। সবাই এখন কোরবানির পশু কেনায় ব্যস্ত। তাই, মাছের চাহিদা কমে গেছে। গত সপ্তাহের তুলনায় সবধরনের মাছের দাম কেজিতে ১০-১৫ টাকা কমেছে।

মেছুয়া বাজারে কার্পজাতীয় মাছ ২৬০ টাকা, রুই ৩০০ টাকা, চিংড়ি ৬৫০ টাকা, বাগদা চিংড়ি ৭০০ টাকা, বোয়াল ৬০০ টাকা, শিং ৫০০ টাকা, কই ১৮০ টাকা, মাগুর ৪০০ টাকা, টাকি ৩০০ টাকা, কাতলা ২৫০ টাকা, পাবদা ৩০০ টাকা, দেশি টেংরা ৫০০ টাকা, বাটা ১৫০ টাকা, আইড় ৭০০ টাকা, মৃগেল ২৫০ টাকা, পাঙাশ ১৪০ টাকা, মলা ২২০ টাকা ও দেশি পুঁটি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

একই বাজারের আল আমিন স্টোরের বিক্রেতা আলামিন বলেন, ডালের দাম বাড়েনি। তিনি জানান, মাসকলাই ৮২ টাকা, ভাঙা মাসকলাই ১২০ টাকা, খেসারি ৬০ টাকা, ছোলা ৬৫ টাকা, হাইব্রিড মসুর ৯৫ টাকা, দেশি মসুর ১২০ টাকা, মটর ৬৫ টাকা, বুটের ডাল ৭০ টাকা, মুগডাল ১২০ টাকা, চিনি ৭৮ টাকা, প্যাকেট আটা ৪৬ টাকা ও খোলা আটা ৪০ কেজি বিক্রি হচ্ছে।

গরুর মাংস ৬৫০ টাকা ও খাসির মাংস ৯২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ব্রয়লার ১৩৫ টাকা, সোনালি ২৩০, সাদা কক ২২০ টাকা, দেশি মুরগি ৪০০ টাকা, লেয়ার ২০ টাকা বেড়ে ২৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

মেছুয়া বাজারের আশিক মিয়া বলেন, একমাসের ব্যবধানে আলুর কেজিতে ৭-৮ টাকা দাম বেড়ে ৩২-৩৫ টাকায় বিক্রি হচ্ছ। এছাড়া পেঁয়াজ ৪৫ টাকা, ভারতীয় রসুন ১২০ টাকা, দেশি রসুন ৭০ টাকা, আদা ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এদিকে, হাঁসের ডিমের দাম সপ্তাহের ব্যবধানে ১০ টাকা বেড়েছে। প্রতি হালি হাঁসের ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকা। এছাড়া দেশি মুরগির ডিমের হালি ৬০ টাকা ও ফার্মের মুরগির ডিম ৪০ টাকা হালি বিক্রি হচ্ছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *