নিউজ ডেস্ক: খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এসময় অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।
বুধবার (২২ ডিসেম্বর) বেলা ২টার দিকে হবিগঞ্জ শহারের শায়েস্তানগর পয়েন্টে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অন্তত অর্ধশত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করেছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ ডিসেম্বর) সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে সব প্রস্তুতি নেওয়া হয়। এ সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান ড. খন্দকার মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন ফারুক, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা। এদিকে দুপুর ২টার কিছু পূর্বে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে রওয়া হয়। এ সময় শায়েস্তানগর পয়েন্টে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।
সংঘর্ষের বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যকর্মীরা তাৎক্ষণিক কোন বক্তব্য পায় নি। পরবর্তীতে তারা বিষয়টি জানাবেন বলে জানান।