নিউজ ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাহিদ হাসান ওরফে শান্ত (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ইমরান নামের একজন জাহিদকে কুপিয়ে জখম করে। তবে দুজনই একই গ্রামের বাসিন্দা।
শুক্রবার ( ১২ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে গফরগাঁও ইউনিয়নের মাহির খারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে মাহির খারুয়া বাজারে কথাবার্তার একপর্যায়ে উত্তেজিত ইমরান কায়সার নামের একজন এলোপাতাড়ি জাহিদকে কোপাতে শুরু করেন। এরপর কায়সার পালিয়ে যান। এলাকার লোকজন জাহিদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে জাহিদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জাহিদ হাসান ওরফে শান্ত ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। ডিস ব্যবসাকে কেন্দ্র করে শান্তকে কুপিয়ে জখম করেছে ইমরান কায়সার নামে এক যুবক। হামলাকারী ইমরান কায়সার ও জাহিদ দুজনই মাহির খারুয়া গ্রামের বাসিন্দা। ইমরান সেই গ্রামের শামছু মেলিটারির ছেলে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জাহিদ ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এছাড়া তিনি স্থানীয়ভাবে ক্যাবল নেটওয়ার্ক (ডিশ) ব্যবসার সঙ্গে যুক্ত। এতে ধারণা করা হচ্ছে, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে।
তিনি আরও বলেন, এই ঘটনায় এখনো কোনো অভিযোগ আসেনি। আশা করছি অভিযুক্ত কাউছারকে দ্রুত আটক করা যাবে। একই সাথে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।