স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির আয়োজিত শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল

রাজনীতি

নিউজ ডেষ্ক- স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে আয়োজিত র‌্যালিতে ঢল নেমেছে দলীয় নেতাকর্মীদের। শনিবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ২.৩০টার মধ্যেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি কার্যালয় ও আশেপাশের রাস্তায় জড়ো হয়ে যান।

র‌্যালিতে অংশ নিতে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে মাইক ও বাদ্যযন্ত্রসহ ঘোড়ার গাড়ি ও পিকআপ ভ্যানে করে নেতাকর্মীরা আসেন। তারা বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন ও বাজান। র‌্যালিতে অংশ নেয়া নেতাকর্মীদের দিয়ে রাজধানীর দৈনিক বাংলা মোড় হয়ে নয়া পল্টন কার্যালয় আবার নয়া পল্টন কার্যালয় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি, কাকরাইল মোড় ও আশেপাশের রাস্তা ভরপুর হয়ে গেছে। এসময় এসব রাস্তায় গণপরিবহন বন্ধ রয়েছে।

শোভাযাত্রা ঘিরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে কঠোর অবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। কার্যালয়ের আশপাশে সাদা পোশাকেও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।জনসমাগম ঘটিয়ে যাতে কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সার্বিক প্রস্তুতিও রয়েছে। এছাড়া নয়াপল্টন, পুরানা পল্টন ও জাতীয় প্রেসক্লাবের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশও মোতায়েন করা হয়েছে।

র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম। এদিকে, শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রস্তুতি শুরু হয়। ট্রাকে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। শোভাযাত্রায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় পর্যায়ের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে, বিকেল ৩টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। ওলামা দলের আহ্বায়ক শাহ মোহাম্মদ নেসারুল হক কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাত করেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *