স্বস্তি ফিরছে গম বাজারে, সুখবর দিল রাশিয়া

কৃষি ও প্রকৃতি

নিউজ ডেষ্ক- আগামী ১ আগস্ট থেকে ২ কোটি ৫০ লাখ টন গম রপ্তানির প্রস্তাব দিয়েছে রাশিয়া, যা বিশ্ববাজারে গমের ক্রমবর্ধমান দামের লাগাম টানতে ভূমিকা রাখতে পারে।

পাশাপাশি ২২ মিলিয়ন টন সার এবং কাঁচামাল রপ্তানি হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের দ্বন্দ্ব এবং খাদ্য নিরাপত্তার বৈঠকে রাশিয়ার প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া বলেন, এ বছর আমরা রেকর্ড গমের ফলন আশা করছি।

১ আগস্ট থেকে এ বছরের শেষ অবধি নোভোরোসিস্ক বন্দর দিয়ে এ রপ্তানি কার্যক্রম চলবে। অভিযোগের সুরে বক্তৃতায় তিনি দাবি করেন, বিশ্বের চলমান খাদ্যসংকট পরিস্থিতির জন্য আপনারাই দায়ী। আপনারা যদি আরোপিত নিষেধাজ্ঞাগুলো নিজ উদ্যোগে প্রত্যাহারের ইচ্ছে না থাকে, তাহলে কেন আমাদের দায়ী করছেন?

তিনি জাতিসংঘে প্রশ্ন রাখেন, আপনাদের দায়িত্বহীন কর্মকাণ্ডের জন্য কেন দরিদ্র দেশ এবং অঞ্চলকে ভুগতে হবে? পশ্চিমা রাষ্ট্রের প্রতিনিধিদের দিকে ইঙ্গিত দিয়ে নেভেনজিয়া বলেন, রাশিয়ার রপ্তানি কার্যক্রম পরিচালিত বন্দরগুলো ইউক্রেনের। আপনারা নিষেধাজ্ঞা দিয়ে বন্দরগুলো ব্যবহার বন্ধ করেছেন।

বিশ্ব খাদ্য সংকটের জন্য রাশিয়ার ওপর দায় চাপানো সম্পূর্ণ ভিত্তিহীন। এর জন্য ইউক্রেন দায়ী। নিষেধাজ্ঞার কারণে নিকোলায়েভ, খেরসন, চেরনোমড়র্স্ক, মারিউপোল, ওডেসা, ইউঝনি বন্দর থেকে ১৭টি রাজ্য ৭৫টি বিদেশি জাহাজ অবরুদ্ধ করে চলছে।

তিনি ইউক্রেনের প্রতিনিধির দিকে ইঙ্গিত দিয়ে বলেন, শুধু আপনিই পারেন পরিস্থিতি বদলাতে। রাশিয়া রপ্তানির ব্যাপারে কি করতে পারে?

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *