নিউজ ডেষ্ক- পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, সানাউল্লাহ লুকানোর মতো জায়গা পাবেন না।
ইমরান খান বলেছেন, সানাউল্লাহ ইসলামাবাদে লুকিয়ে থাকতে পারবেন না। স্থানীয় পিটিআই অফিস-কর্মকর্তাদের শপথ পাঠ করাতে একটি পার্টি কনভেনশনে ভাষণ দেন ইমরান খান।
সেখানে তিনি বলেছেন, স্বাধীনতা কখনোই সহজে অর্জিত হয়না, এর জন্য আত্মত্যাগ ও জিহাদ দরকার। যারা সিস্টেম নিয়ন্ত্রণ করে তারা বিলিনিয়র, ট্রিলিনিয়র হয়েছেন। এসব লোক আমাদের সহজে স্বাধীনতা দেবেন না। প্রকৃত স্বাধীনতার জন্য সর্ববৃহৎ আন্দোলন আসছে।
পিটিআই চেয়ারম্যান বলেন, মদিনায় প্রথম বুদ্ধিবৃত্তিক বিপ্লব এসেছিল এবং ভয়ের মূর্তির কাছে মাথা নত করা আমার চোখে শিরক। আমার বাবা বলেছেন যে একটি স্বাধীন দেশে জন্ম নিতে পেরে তুমি ভাগ্যবান। আমি একজন স্বাধীন মানুষ, আমি আমার জীবনে কারও কাছে মাথা নত করি নি। যখন একজন ব্যক্তির বিশ্বাস আছে তখন আল্লাহ তার ভয় ভেঙ্গে দেয় কিন্তু যারা তাদের ভয়কে নিয়ন্ত্রণ করতে পারে না তারা কখনোই বিখ্যাত হতে পারেন না।
এদিন ইমরান খান আরও দেশটিওর পররাষ্ট্রনীতি স্বাধীন রাখার অঙ্গীকার করেছেন।