নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেতিক বিলবাওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোসদের শিরোপা জয়ে নতুন এক মাইলফলকও স্পর্শ করেছেন মার্সেলো।
রিয়ালের হয়ে সর্বোচ্চ শিরোপা জয়ে সাবেক স্প্যানিশ লেফ্ট-উইঙ্গার পাকো গেন্তোর পাশে বসলেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। সান্তিয়াগো বার্নাব্যুতে দুজনে শিরোপা জিতেছেন রেকর্ড ২৩টি। ২২ শিরোপা নিয়ে গেন্তো-মার্সেলোর পরের স্থানে আছেন সার্জিও রামোস। ২০ শিরোপা নিয়ে চারে করিম বেনজেমা।
রিয়ালের জার্সিতে মার্সেলো চারটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, পাঁচটি লা লিগা, দুটি কোপা দেল রে ও পাঁচটি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন।
এর আগে রিয়াল অধিনায়ক আরেকটি রেকর্ডও গড়েন স্প্যানিশ জায়ান্টদের হয়ে। ব্লাঙ্কোসদের হয়ে ৫০০ ম্যাচ খেলার মাইলফলক গড়েন তিনি। রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩৬ ম্যাচ খেলেছেন মার্সেলো।
কেবল ১৩ জন ফুটবলার রিয়ালের হয়ে ৫০০ ম্যাচ খেলার কীর্তি গড়েছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে মার্সেলোর এটি ১৬তম মৌসুম। রিয়ালে বিদেশিদের মধ্যে যা সর্বোচ্চ।