নিউজ ডেস্ক: মক্কা মদিনার দেশ সৌদি আরবে করোনা শনাক্তের রেকর্ড হয়েছে। দেশটিতে ২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬২ জন শনাক্ত হয়েছে।
এক প্রতিবেদনে স্থানীয় সংবাদমাধ্যম আরব নিউজ খবর দেয়, বুধবার (১২ জানুয়ারি) সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে তারা জানায়, সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাজধানী রিয়াদে। এক হাজার ৪৯২ জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে। জেদ্দায় পাওয়া গেছে ৯৬১ জন, মক্কায় ৪৩৬ জন, মদিনায় ২৭৩ জন ও দাম্মামে ১৬৫ জনের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে।
এর আগে, ২০২০ সালের জুনে সৌদিতে এক দিনে চার হাজার ৯১৯ জনের করোনা শনাক্ত রেকর্ড করা হয়েছিল।
এদিকে, বিশ্বব্যাপী একদিনে আরও ৭ হাজার ৭৮৫ জনের মৃত্যু এবং ২৭ লাখ ৩৬ হাজার ৮০৪ জন রোগী শনাক্ত হয়েছে।