নিউজ ডেষ্ক- প্রশ্ন : চলছে পবিত্র রমজান। এ মাসে আমরা সাধারণত ঘুম থেকে উঠে সেহরি খাই। কিন্তু অনেক সময় দেখা যায় স্ত্রী সহবাস কিংবা স্বপ্নদোষের কারণে আমাদের ওপর গোসল ফরজ হয়ে যায়, তখন মনে একটি প্রশ্ন জাগে, তা হলো- গোসল ফরজ অবস্থায় কি সেহরি খাওয়া যাবে?
উত্তর : সহবাস কিংবা স্বপ্নদোষের পর খাওয়া-দাওয়া ও অন্যান্য কাজের আগে গোসল করে নেয়া উত্তম, তবে জরুরি নয়। গোসল করা ছাড়াও খাওয়া যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুভাবেই বর্ণিত আছে। তাই গোসল ফরজ অবস্থায় সেহরি খেতে কোনো অসুবিধা নেই।
তথ্যসূত্র: মুসলিম শরিফ, হাদিস নং-২৫৯২, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৪২৮