নিউজ ডেষ্ক-এবার বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবচেয়ে বড় সমস্যা বৃষ্টি। যে বৃষ্টির কারণে দুই দলের মধ্যকার তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ পরিত্যাক্ত হয়েছে। অন্যদিকে আজই আবারও মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। ডমিনিকা ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে এগারোটায়।
গতকাল শেষ পর্যন্ত বৃষ্টি থেমে গেলেও পর্যাপ্ত আলো না থাকার কারণে ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করে দুই আম্পায়ার। তবে আজ থেমে থেমে বৃষ্টি হলেও ম্যাচ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ থেকে ম্যাচ টিকিট সরাসরি দেখা যাবে টি স্পোর্টস চ্যানেলে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের সম্ভাব্য একাদশ : কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, সামারাহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডিয়ান স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেদ ম্যাকয়, হেইডেন ওয়ালশ।