সিইসি বুঝে বলেন, যা বলেন: গয়েশ্বর

রাজনীতি breaking subled

নিউজ ডেষ্ক- ‘ভোট কেন্দ্রে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে রাইফেল নিয়ে যেতে হবে’ প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একটি সংবিধানিক পদে থেকে সন্ত্রাসকে উস্কানি দেওয়া, জনগনকে আতঙ্কগ্রস্ত করা ভোটকেন্দ্র শূন্য রাখার একটি প্রয়াস। মনে করবেন না, সিইসি এটা না বুঝেই বলেছেন, তিনি বুঝেই বলেছেন।’

বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে কেন আমরা কথা বলি? আমরা নির্বাচনে যাবো না। ভালো হোক, মন্দ হোক– যা খুশি বলুক। আমরা যদি তলোয়ার আর রাইফেল হাতে নেই, তাহলে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করবো কেন?’

তিনি বলেন, ‘মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমাদের এই বক্তব্য বোধ হয় কেউ আর শুনতে চায় না। সবাই অ্যাকশন চায়। যে অ্যাকশনে গেলে সরকার যাবে, জনগণ রাস্তায় নামবে।’

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সমাবেশে আরও ছিলেন স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতা।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *