নিউজ ডেষ্ক- প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে হারে সেই স্বপ্ন আর ছোঁয়া হলো না সাকিব-লিটনদের। ফলে এবারের মতো শেষ হলে টাইগারদের বিশ্বকাপ যাত্রা।
তবে এবারের বিশ্বকাপে বেশ কিছু ইতিবাচক দিক ছিল বাংলাদেশের জন্য। কারণ এবাই সুপার টুয়েলভে সর্বোচ্চ দুই জয় পেয়েছে টাইগাররা। সংখ্যাটি আরও বাড়তে পারতো যদি ভাগ্য সহায় হতো। এছাড়া কিছু বিতর্কিত সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে যেতো। তবে পাকিস্তানের বিপক্ষে হারের পর টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের মতে, এটিই বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ।
ম্যাচ শেষে সাকিব বলেন, ‘১০ ওভার শেষে আমাদের স্কোর ছিল ১ উইকেটে ৭০। আমরা চেয়েছিলাম ১৪৫-১৫০ রান করতে, এই পিচে যেটি হতো ভালো একটি সংগ্রহ। জানতাম যে নতুন ব্যাটারদের জন্য ব্যাট করা কঠিন হবে, তাই সেট হওয়া ব্যাটাররাই স্কোরটাকে এগিয়ে নিতে চেয়েছিলাম। কিন্তু হয়নি। ফলাফলের দিক দিয়ে এটিই বাংলাদেশের সবচেয়ে সফল টি-টোয়েন্টি বিশ্বকাপ।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে অংশ নেওয়া সাকিব বলেন, ‘নিয়মিতই পরিবর্তন হচ্ছে। আমি জানিনা এই ফরম্যাটে আরও কতদিন খেলবো। তবে যতোদিন ফিট থাকবো, দলের জন্য ভূমিকা রাখতে পারবো ততদিন খেলাটা চালিয়ে যাবো।’