নিউজ ডেষ্ক- বিশ্বে প্রতিনিয়ত কত মজার ঘটনাই না ঘটে। কিছু কিছু ঘটনা শুনার পর তো নিজের হাসি দরে রাখা কষ্টকর হয়ে পড়ে। আর মজার বলেন আর অদ্ভুত সব ঘটনা বলেন এর বেশীরভাগই ঘটে থাকে পাশের দেশ ভারতে। এবারও তেমন একটি ঘটনাই ঘটলো দেশটিতে। চলুন জেনে নেওয়া যাক কি সেই ঘটনা।-
সকাল বেলায় অফিসের সামনে রোদ পোহাচ্ছিলেন কর্মচারীরা। আর সেই সুযোগ অফিসে ঢুকে পড়ে একটি ছাগল। কিন্তু ছাগলটিকে তাড়িয়ে অফিস থেকে বের করে দেওয়ার আগেই ছাগলটি নিজেই অফিসের একটি ফাইল মুখে করে নিয়ে পালিয়ে যায়। আর মজার এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরের ব্লক অফিসে।
ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে বলা হয়, কর্মচারীরা যখন টের পায় ততক্ষণে গুরুত্বপূর্ণ ফাইলটির অর্ধেক সাবাড় করে পেলেছে ছাগলটি। ফাইলের বাকিটা পাওয়ার জন্যে ছুটতে হয়েছে ছাগলের পিছনে। পরে ফাইলটি হাতে পেলেও তার আগেই তাতে থাকা গুরুত্বপূর্ণ নথি চলে গেছে ছাগলটির পেটে। ঘটনাটি হাস্যকর মনে হলেও বিষয়টি নিয়ে বিপাকে পড়েছেন কর্মচারীরা।
ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসার পর তৈরি হয়েছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া। সকলের মাঝেই ছাগলের এই কাণ্ডে হাস্যরসের সৃষ্টি হয়েছে। তবে কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন অফিসের কর্মচারীদের দায়িত্ববোধের জায়গা নিয়েও। ভিডিওতে দেখা যায়, ছাগল বেশ কিছু নথি মুখে নিয়ে ছুটছে। তার পেছনে ছুটে চলেছে এক কর্মচারী। তবে কিছুতেই ছাগলকে বাগে আনতে পারছেন না তিনি। এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যায় ছাগলটি।