নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ার ফলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময়সীমা আর বাড়ানো হচ্ছে না। ফলে আগামী সোমবার ৩১ জানুয়ারি শেষ হচ্ছে এবারের মেলার আয়োজন।
মেলার আয়োজক রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কর্মকর্তারা জানান, মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী ও গেট ইজারাদার প্রতিষ্ঠানও সময় বাড়ানোর কোনো আনুষ্ঠানিক আবেদন জানায়নি। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় থেকেও মেলার সময় বাড়ানোর কোনো নির্দেশনা আসেনি, তাই মেলার সময়সীমা বাড়ছে না।
বাণিজ্য মেলার পরিচালক ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ জানান, মেলার সময় বাড়ানো নিয়ে আমাদের কাছে সরকার থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা আসেনি। আর অন্য কেউও সময় বাড়ানোর আবেদন করেনি। তাই মেলা নির্ধারিত সময়েই শেষ হচ্ছে। আমরাও চাচ্ছি মেলার সময় আর না বাড়ুক।
করোনা পরিস্থিতির কারণে গত বছর ২০২১ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি। যদিও আগের বছরগুলোতে শেষ দিকে মেলাতে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় থাকার কারণে মেলার সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করা হয়। কিন্তু এ বছর কোনো পক্ষ থেকে আবেদন না করায় নির্ধারিত সময়ে শেষ হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
এ বছর মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হয় রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনকেন্দ্রে। এবারের মেলায় দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল ও ১৫টি খাবারের দোকান রয়েছে।