নিউজ ডেষ্ক- অবশেষে সমালোচকদের জবাব দিয়ে দুর্দান্ত হাফ সেঞ্চুরি করলেন নাজমুল হাসান শান্ত। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের প্রথম ফিফটি এটি। এর আগে দ্বিতীয় ওভারেই সাজঘরে ফিরেছেন সৌম্য সরকার। কোন রান না করেই। এরপর দারুণ সব শট খেলছিলেন লিটন দাস। ফিরেছেন তিনিও। সাকিব আল হাসান উইকেটে এসে চেষ্টায় আছেন নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি গড়ার।
তবে ২৩ রানে আউট হয়ে মাঠ ছাড়েন সাকিব। এর আগে আজ গ্যাবায় বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৯৫ রান। ৪৫ বলে ৫০ রান শান্তর।
ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই আউট হয়ে যান সৌম্য সরকার। ব্লেসিং মুজারাবানির করা অফ স্টাম্প লাইনের বল কাভারে খেলতে চেয়েছিলেন তিনি। কিন্তু ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে দাঁড়ানো রেজিস চাকাভার হাতে। ২ বলে শূন্য রান করেন সৌম্য।
এরপর ক্রিজে আসা লিটন দাস তার স্বভাবমত দারুণ সব টাইমিংয়ের শট করছিলেন। কিন্তু হঠাৎ করে মুজারাবানির বলে স্কুপ করতে গিয়ে শর্ট থার্ড ম্যানে দাঁড়ানো চাতারার হাতে ক্যাচ দেন তিনি। আরও এক ব্যাটারকে হারাতে হয় বাংলাদেশকে।