সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ব্রেন্ডন টেলর

খেলা

নিউজ ডেস্ক: জুয়াড়ির প্রস্তাব গোপন করা ও মাদক সেবনের দায়ে আগামী সাড়ে ৩ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ব্রেন্ডন টেলর। শুক্রবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কোন ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না তিনি।

গত ২৪ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মস্বীকারোক্তি করেন টেলর। এরপরে তার শাস্তির ঘোষণা অনুমেয়ই ছিল। টেলর আইসিসির দুর্নীতিবিরোধী কোড লঙ্ঘনের চারটি অভিযোগ এবং অ্যান্টি-ডোপিং কোড লঙ্ঘনের একটি পৃথক অভিযোগ স্বীকার করে নিয়েছেন।

২০১৯ সালের অক্টোবরে ভারতীয় এক ব্যবসায়ীর সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় টেলরের, যার মধ্যে ফিক্সিং বিষয়ক কথাবার্তাও ছিল। সেই ব্যবসায়ীর কাছ থেকে ডলারও নিয়েছিলেন টেলর। তবে ফিক্সিংয়ের বিষয়ে আইসিসিকে জানাতে দেরি করায় নিষেধাজ্ঞার খড়গ নামল তার উপরে।

শাস্তির মাত্রা বেড়েছে মাদক গ্রহণের কারণেও। সেই ব্যবসায়ীর সাথে আলোচনা করার জন্য ভারতে যেতে ১৫ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন টেলর। সেখানেই কোকেইন গ্রহণ করেন সাবেক এই জিম্বাবুয়ে অধিনায়ক। এরপর সেই মাদক গ্রহণের ভিডিও দেখিয়ে টেলরকে ব্ল্যাকমেইল করতে থাকে জুয়াড়ি চক্র।

২০০৪ সাল থেকে জিম্বাবুয়ে ক্রিকেটের প্রতিনিধিত্ব করে আসছেন টেলর। সব মিলিয়ে দেশের হয়ে ২৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই উইকেটরক্ষক ব্যাটার কয়েক দফায় জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। ওয়ানডে ও টেস্ট ক্রিকেট মিলিয়ে তার সেঞ্চুরি রয়েছে ১৭টি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *