সবকিছুতেই আনন্দ পাওয়ার উপায় জানালেন শাবনূর

বিনোদন

নিউজ ডেস্ক: ঢাকাইয়া ছবির এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূর। সিনেমা প্রেমীদের স্বপ্নের নায়িকা, একটা সময় তার নামেই সিনেমা হল ভরে যেত দর্শকে। যাকে ঢাকাই সিনেমার রানী বলে ডাকা হত। সর্বশেষ তাকে ২০১৮ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গিয়েছিল। বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করেন।

নব্বই পরবর্তী বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল নায়িকা, দর্শকনন্দিত চিত্রনায়িকা শাবনূর। অনেকদিন সিনেমায় নেই তিনি। তবে জনপ্রিয় নায়িকা হিসেবে শাবনূর আজও ভক্তদের মনে উজ্জ্বল। তাদের সঙ্গেই নিয়মিত যুক্ত থাকার জন্য সামাজিত যোগাযোগ মাধ্যমগুলোতে সক্রিয় হয়েছেন অভিনেত্রী। খুলেছেন ফেসবুক, ইনস্টাগ্রাম পেজসহ ইউটিউব চ্যানেল।

ফেসবুকে সিনেমার সহকর্মীদের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বার্তাও দেন শাবনূর। মাঝে মধ্যে নিজের ও ছেলের ছবি দিয়েও স্ট্যাটাস দেনে তিনি।

সোমবার (৮ নভেম্বর) একটি ছবি পোস্ট করেছেন তিনি। যেখানে শাবনূর লিখেছেন, ‘ছোট্ট এই জীবন আমাদের নিমেষেই ফুরিয়ে যাবে। তাই প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত উপভোগ করো নিজের মতো করে। পজিটিভ হও; তাহলে সমস্ত কিছুতেই আনন্দ খুঁজে পাবে।’

অন্যদিকে, আগামী ১৭ ডিসেম্বর তার জন্মদিন। শোনা যাচ্ছে, শিগগিরই দেশে ফিরবেন শাবনূর। এই বিশেষ দিনটি দেশে ফিরে কাছের মানুষদের নিয়ে উদযাপন করবেন তিনি।

১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। পারিবারিক ভাবে তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ নুপুর। চলচ্চিত্রে আগমনের পরে পরিচালক এহতেশাম তার নাম রাখেন শাবনূর। ১৯৯৩ সালে নির্মাতা এহতেশামের হাত ধরে চাদঁনী রাতে সিনেমা দিয়ে রুপালী পর্দায় অভিষেক শাবনূরের।

শাবনূরের  অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘ভালোবেসে বউ আনবো’, ‘তোমাকে চাই’, ‘পৃথিবী তোমার আমার’, ‘বিয়ের ফুল’, ‘ভালোবাসি তোমাকে’, ‘নারীর মন’, ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘এ মন চায় যে’, ‘ফুল নেবো না অশ্রু নেব’, ‘দিল তো পাগল’, ‘প্রেমের তাজমহল’, ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘সুন্দরী বধু’, ‘দুই বধূ এক স্বামী’, ‘নসিমন’, ‘ব্যাচেলর’, ‘ফুলের মত বউ’, ‘চার সতীনের ঘর’, ‘দুই নয়নের আলো’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘নিরন্তর, ‘আমার প্রাণের স্বামী’ ইত্যাদি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *