আজ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘দেশে ধর্ম শিক্ষাকে সংকুচিত করা হয়েছে, চরমোনাই পীরের এ বক্তব্য একেবারেই সঠিক নয়। ধর্ম শিক্ষাসহ দেশের নৈতিকতা শিক্ষা আরও সম্প্রসারিত করা হয়েছে।’ আজ শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘একটি বিশেষ মহল অন্য ইস্যু খুঁজে না পেয়ে সরকারবিরোধী অপপ্রচারে নেমেছ। এর অংশ হিসেবে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এ মন্তব্য করছে। আগে থেকেই ধর্ম শিক্ষাসহ নৈতিক শিক্ষার কার্যক্রম অনেক বাড়িয়েছে সরকার। এ কার্যক্রম সামনে আরও বাড়ানো হবে।’
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণের সকল সম্ভাবনা বাংলাদেশের আছে। এখন দরকার সকল ক্ষেত্রে সাহস নিয়ে এগিয়ে চলা। অন্যদের পথ হয়তো ভিন্ন। বাকিরা সবাই তাদের পাশে দাঁড়াবেন।