শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ

খেলা

নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মত দলে ডাক পেয়েছেন ২৬ বছর বয়সী বাঁহাতি ওপেনার জেরোমি সলোজানো। এবারের বিশ্বকাপে আজ শনিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৪ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন সলোজানো। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ এ দলের হয়েও খেলেছেন তিনি। ৪০টি প্রথম শ্রেণি এবং ১০টি লিস্ট এ ম্যাচ খেলেছেন তিনি। যেখানে ২০০০ এর বেশি রান করেছেন তিনি। সেঞ্চুরি করেছেন ৩টি, হাফ সেঞ্চুরি ৮টি।

সলোজানোকে দলে নেওয়ার বিষয়ে নির্বাচক রজার হার্পার বলেন, ‘২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের হয়ে দারুণ খেলেন জেরোমি। ভারতের বিপক্ষে সেই ম্যাচগুলো বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। এছাড়া বেস্ট বনাম বেস্টের খেলায়ও সে নিজের দক্ষতা এবং ধৈর্য দেখিয়েছে। পেস এবং স্পিন দুই ধরনের বলের বিপক্ষেই সে সফল ছিল। এসবকিছু দেখেই নির্বাচকদের প্যানেল তাকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী হয়েছে।’

এইদিকে হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার শ্যানন গ্যাব্রিয়েল। দলে ফিরেছেন অফ স্পিনার রাহকিম কর্নওয়ালও। এছাড়া দলে জায়গা হয়নি টপ অর্ডার ব্যাটার কাইরন পাওয়েল এবং পেসার আলজারি জোসেফের।

আগামী ২১ নভেম্বর প্রথম টেস্টের মধ্যে দিয়ে মাঠে গড়াবে শ্রীলঙ্কার ও ওয়েস্ট ইন্ডিজের লড়াই। দ্বিতীয় টেস্ট ম্যাচ ২৯ নভেম্বর শুরু হবে। দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

ওয়েস্ট ইন্ডিজ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বৃহস্পতিবার (৪ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে ২০ রানে হেরেছে। যার ফলে সেমি-ফাইনালে ওঠা হচ্ছে না। সুপার টুয়েলভে এখন পর্যন্ত খেলা চার ম্যাচে খেলে কেবল একটিতে জয় পেয়েছিল তারা। শনিবার নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ক্যারিবিয়ানরা।

ওয়েস্ট ইন্ডিজের ১৫ টেস্ট সদস্যের স্কোয়াড: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, রোস্টন চেজ, রাহকিম কর্নওয়াল, জসুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, শাই হোপ, কাইল মেয়ার্স, ভিরাসামি পেরমল, কেমার রোচ, জেইডেন সিলস, জেরোমি সলোজানো ও জোমেল ওয়ারিক্যান।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *