নিউজ ডেষ্ক- এখন দেশে তেল, সারের সংকট নেই বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘দেশে কোনো সারের সংকট নেই। তেল সরবাহ নিশ্চিত আছে। আমাদের পণ্যেরর দাম অনেক নিয়ন্ত্রণে আছে। আমি কোথাও কোনো সংকট দেখি না। তবে সংকট বিএনপির মধ্যে। সংকট লন্ডনে।’
এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী আরো বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিকভাবে জরিপ করা হয়েছে, বাংলাদেশের ৯০ ভাগ মানুষ এখন শেখ হাসিনাকে সমর্থন করে। তার নেতৃত্বেই বাংলাদেশ সঠিকভাবে এগিয়ে যাচ্ছে। এটা সম্ভব হয়েছে দেশের মানুষের কাজ করার জন্য।
আজ শনিবার সকাল ১০টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বাজনিয়ায় এমআই ফিলিং স্টেশনের উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ প্রতিমন্ত্রী।
এ সময় যুমনা পেট্রোলিয়াম করপোরেশনের এজিএম মো. জসিমের সভাপতিত্বে বক্তব্য দেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, সাধারণ সম্পাদক মো. আফছার আলী, এমআই গ্রুপের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান, পরিচালক ইসাহাক আলী প্রমুখ।