নিউজ ডেষ্ক-আল-আকসা মসজিদ শুধুমাত্র মুসলমানদের জন্য এবং এটিকে ভাগ করা হবে না বলে জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ। রোববার ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় রেডিও প্যালেস্টাইন ভয়েজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর মিডল ইস্ট মনিটরের।
এ সময় তিনি বলেন, ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে নিজেদের অভ্যন্তরীণ সংকট সমাধানের চেষ্টা করছে চরমপন্থী ইসরায়েলি সরকার। এজন্য বসতি সম্প্রসারণ করছে তারা। ইসরায়েলি সরকার আল-আকসা মসজিদে হামলা চালাচ্ছে যাতে ইসলামিক পবিত্র স্থানের স্থানিক ও অস্থায়ী বিভাজন ঘটানো যায়।
ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্ত করা পিএ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অগ্রাধিকার বলে মন্তব্য করে তিনি বলেন, পিএ কোনো নারী বা পুরুষ কারাবন্দীকে ফেরাতে হাল ছাড়বে না। ইসরায়েলের কারাগারে যারা কঠিন পরিস্থিতিতে হার মানেননি তাদের প্রশংসা করেন তিনি।
প্রসঙ্গত, গত শুক্রবার থেকেই আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় ১৮০ জনের মত ফিলিস্তিনি আহত হয়েছেন। আর আটক করা হয় তিন শতাধিক ফিলিস্তিনিকে।