নিউজ ডেষ্ক- ‘যারা ফেমাস হয় তাদেরই সমালোচনা বা ট্রল করা হয়’ বলে মন্তব্য করেছেন অভিনেতা অনন্ত জলিল। এক প্রশ্নের জবাবে অনন্ত জলিল বলেন, ‘গতকালকেও এক টেলিভিশনে আমাকে এ প্রশ্ন করেছে। আসলে সমালোচনা বা ট্রল কাদের হয়? শুধু আমি কেন? বিশ্বের যত ফেমাস মানুষ আছে সকলকে নিয়েই ট্রল করা হয়। ’
অনন্ত জলিল কালের কণ্ঠের এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
ঈদুল আজহায় অনন্ত জলিল অভিনীত সিনেমা ‘দিন : দ্য ডে’ মুক্তি পাচ্ছে। এটি দেশীয় সিনেমার ক্ষেত্রে বড় একটি রেকর্ড। কারণ এত বিশাল বাজেটের সিনেমা এর আগে কখনো বাংলাদেশে মুক্তি পায়নি বলেই কালের কণ্ঠের কাছে দাবি অভিনেতার।
এর কারণ কী? এমন প্রশ্নের জবাবে বলেন, ‘আসলে ফেমাস মানুষদের ছিদ্র খুঁজে বের করলে ইউটিউবে ভিউ বাড়ে। এ জন্যই ইউটিউবাররা এসব বসে বসে বের করে। এর কারণ হলো ভিউ বাড়া আর সাবস্ক্রাইবার বাড়া। মূলত এসব কারণে সামান্য ভুল তারা ধরে সেটাকে নিয়ে কত কী করে। ’
‘খোঁজ : দ্য সার্চ’ খ্যাত এই অভিনেতা বলেন, ‘দেখেন ছোটখাটো কোনো শিল্পীর বেলায় কিন্তু এ ধরনের ট্রল হয় না। দেখবেন যারা বিখ্যাত হয়ে গেছে শুধু তাদের নিয়েই এসব হয়। কারণ ছোটখাটো বা যারা অপরিচিত তাদের নিয়ে ট্রল করলে তো লাভ হবে না। ’
অনন্ত জলিল বলেন, ‘শুধু আমি কেন, বিশ্বাসের সকল ফেমাস ব্যক্তিকে নিয়েই ট্রল করা হয়। আমাকে নিয়ে যখন ট্রল করে কমেন্ট করা হয় তখন আমি দেখি, এসবের সহজে উত্তর দিই না। যেটা একদম চোখে পড়ে সেটা হয়তো রেক্টিফাই করার চেষ্টা করি। যাইহোক বাদ দেন, এসব নিয়ে আমি আর একটি কথাও বলতে চাই না। ’
অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’র ট্রেলার দেখে মুগ্ধ হয়েছেন বলিউডের অভিষেক বচ্চন। তিনি বলেছেন এটা হতেই পারে না, এটা হলিউডের ছবি। হয়তো অভিষেকের এ কথাই অনন্তর জন্য দারুণ অনুপ্রেরণা হয়ে এসেছে। যার ফলে সিনেমাটির প্রচারে সর্বোচ্চ প্রচারণা চালিয়েছেন।
গত ২৪ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ষাকে নিয়ে উপস্থিত হন অনন্ত জলিল। ৩ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিনেমাটির ট্রেইলারে প্রকাশ করেন। গিয়েছিলেন এ জুটি। ৪ জুলাই প্রচারণায় গিয়েছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটিতে। ৫ জুলাই নটর ডেম বিশ্ববিদ্যালয়ে গেছেন।
এসব স্থানে ছবির প্রচারের অভিজ্ঞতা জানিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমার সিনেমার দর্শক সব ধরনের―ছাত্র, শিক্ষক, শিশু, কিশোর, কৃষক শ্রমিক সকলেই। তাই আমি যখন ভার্সিটিতে প্রচারে যাই সবাই দারুণ খুশি। নটর ডেমে একজন বিদেশি শিক্ষক আমাকে দেখে দারুণ খুশি। ’
এবারের ঈদুল আজহায় সর্বোচ্চসংখ্যক হলে মুক্তি পাচ্ছে ‘দিন : দ্য ডে’। সিনেমাটির ব্যাপারে হল মালিকদের বেশ আগ্রহ দেখা গেছে। সারা দেশের ১২০টি প্রেক্ষাগৃহে চলবে ‘দিন : দ্য ডে’।