শুকনো মরিচের কেজি ৪৫০ টাকা, কাঁচামরিচ ২৪০!

কৃষি ও প্রকৃতি breaking subled

নিউজ ডেষ্ক- দিনাজপুরের বিরামপুর উপজেলায় খুচরা বাজারে কাঁচামরিচ ২৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দিন দিন বেড়েই চলেছে কাঁচামরিচের দাম। বাদ যায়নি শুকনা মরিচও। খুচরা বাজারে শুকনা মরিচ ৪০০-৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বিরামপুর কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, গত দুই সপ্তাহ আগে কাঁচামরিচ ১৫০ টাকা ও শুকনা মরিচ ৩০০ টাকা কেজি বিক্রি হয়েছে। আর এখন কাঁচামরিচ পাইকারিই ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে ২২০-২৪০ টাকা কেজি। অপরদিকে শুকনা মরিচ খুচরা বাজারে ৪০০-৪৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কাঁচামরিচ ও শুকনা মরিচের দাম এতো বৃদ্ধিতে সাধারন ক্রেতাদের মাথায় হাত। সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বেশি।

উপজেলার মুকুন্দপুরের কৃষক আলাউদ্দিন বলেন, বৃষ্টির কারণে মরিচ গাছ নষ্ট হয়ে যাচ্ছে তাই কাঁচামরিচের উৎপাদন কমে গেছে।

কাঁচাবাজারের সবজি বিক্রেতা রতন বলেন, উৎপাদন কমে যাওয়ায় বাজারে কাঁচামরিচের সংকট দেখা দিয়েছে। বাজারে স্বল্প পরিমাণ কাঁচামরিচ এলেও দাম অত্যন্ত বেশি। কাঁচামরিচের সঙ্গে পাল্লা দিয়ে শুকনা মরিচের দামও বেড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল জানান, বর্ষা মৌসুমে মরিচের ফলন কম ও বৃষ্টিতে মরিচ গাছ নষ্ট হয়ে যাওয়ায় বাজারে কাঁচামরিচের দাম বেড়েছে। বর্ষা মৌসুম চলে গেলে নতুন গাছ থেকে চাষিরা মরিচ সংগ্রহ শুরু করবে এবং বাজারে দামও কমে আসবে। তবে শুকনা মরিচের দাম বৃদ্ধি অযৌক্তিক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *