শীর্ষে লিটন দাস, পেছনে ফেলল বাবর-ইমামদের

খেলা

নিউজ ডেষ্ক- এ বছর বিশ্বের সেরা রান সংগ্রাহক লিটন দাস। তিন ফরম্যাট মিলিয়ে এই মুহূর্তে ২০২২ সালের সেরা রান সংগ্রহকারীদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন লিটন দাস। তালিকায় তার পেছনে আছেন বাবর আজম এবং ইমাম উল হক। সব ফরম্যাট মিলিয়ে এ বছরে এখন পর্যন্ত ৯৯৬ রান করেছেন লিটন। যেখানে ৩টি সেঞ্চুরির সাথে আছে ৬টি অর্ধশত রানের ইনিংস।

৯৪৫ রান নিয়ে দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরানের ক্রিকেটার আরাভিন্দ। তৃতীয় স্থানে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ১২ ইনিংসে ৯১৩ রান করেছেন তিনি। আর ইমাম উল হক ৮৬৭ রান করে আছেন চতুর্থ অবস্থানে।

গত ২০১৯ বিশ্বকাপে লিটনের ব্যাটিং নিয়ে ইয়ান বিশপ ধারাভাষ্যের সময় বলেছিলেন, লিটন দাস ব্যাট হাতে মোনালিসা আঁকেন। যদিও মূদ্রার ওপিঠটাও দেখতে হয়েছিল ২০২১ সালের টি২০ বিশ্বকাপে। ভিঞ্চিম্যান থেকে হয়ে উঠেছিলেন ট্রলম্যান।

এদিকে টেস্ট ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বসেরাদের তালিকায় ১২ নম্বরে আছেন লিটন। টেস্ট ক্রিকেটে এ বছর ৭ ম্যাচে ৪৮ গড়ে তার রান ৫৮৭। আছে ২টি সেঞ্চুরি। পরিসংখ্যানটাকে আরও সমৃদ্ধ করার সুযোগ আছে লিটনের সামনে। যদি ২৪ জুন থেকে শুরু হওয়া সেন্ট লুসিয়া টেস্টে লিটন ব্যাট করতে পারেন লিটনের মতো। যেটা খুব বেশি প্রয়োজন বাংলাদেশের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *