শিক্ষার্থীদের জন্য ১৫ লাখ টাকার গাড়ি উপহার দেওয়ার ঘোষণা দিলেন ব্যারিস্টার সুমন

বাংলাদেশ

নিউজ ডেষ্ক-সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের একটি বিশেষ উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর সেই উপহার হলো ১৫ লাখ টাকা মূল্যের একটি গাড়ি।

তবে এক্ষেত্রে একটি শর্ত জুড়ে দিয়েছেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার হতে পারলেই উপহারের সেই গাড়ি মিলবে। এই প্রতিষ্ঠান থেকে যে প্রথম ব্যারিস্টার হবে তাকেই তিনি গাড়িটি উপহার দিবেন বলে জানিয়েছেন। গতকাল বুধবার (২৩ মার্চ) দুপুরে আকস্মিকভাবে প্রতিষ্ঠানটিতে আসেন তিনি।

এ সময় ব্যারিস্টার সুমন বলেন, সুনামগঞ্জে যাচ্ছিলাম। আমাদের একটা ফুটবল খেলা আছে আজ। গাড়ি থেকে দেখলাম শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করছে। তাই তাদের সঙ্গে কথা বলতে নেমে গেলাম। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ড্রেসআপ আমাকে খুব আকর্ষণ করেছে।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, যারা কঠোর পরিশ্রম করেন, তারা কখনোই ব্যর্থ হন না। জীবনে সফল হতে হবে। না হলে পদে পদে ব্যর্থতার যন্ত্রণা ভোগ করতে হবে। দেশ ও সমাজকে এগিয়ে নিতে ছেলেদের পাশাপাশি মেয়েদেরও এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, আজকে যারা বক্তব্য শুনছো তাদের মধ্য থেকে এই প্রতিষ্ঠানের যে প্রথম ব্যারিস্টার হতে পারবে তাকে ১৫ লাখ টাকা মূল্যের একটি গাড়ি উপহার দেব।

পরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মিষ্টিমুখ করান ব্যারিস্টার সুমন। এ সময় উপস্থিত ছিলেন পাগলা সরকারি মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মো. আরব আলীসহ প্রভাষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *