শহিদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আ.লীগের ২ গ্রুপের সশস্ত্র মহড়া (ভিডিওসহ)

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সকালে পাকুন্দিয়া সরকারি কলেজ মাঠে অবস্থিত শহিদ মিনারে এ ঘটনা ঘটে। এ সময় নেতার্মীদের হাতে দেশীয় অস্ত্র- লাঠিসোটা নিয়ে ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল ছুড়তে দেখা যায়।

জানা যায়, পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সোহরাব উদ্দিন ও তার সমর্থকরা সকালে ফুল দিতে গেলে কলেজ চত্বরের বাহির থেকে ইট পাটকেল নিক্ষেপ করে মুন্না ও তার সহপাঠীরা এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ৩০ মিনিট চলা এ সংঘর্ষে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এবিষয়ে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সাংসদ সোহরাব উদ্দিন বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি কলেজ মাঠে শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন করতে গেলে বর্তমান সাংসদের অনুসারীরা ইট পাটকেল নিক্ষেপ করে। এতে করে আমাদের বেশ কয়েক জন নেতাকর্মী আহত হয়েছে।

এ প্রসঙ্গে বর্তমান সাংসদের অনুসারী উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু বলেন, আমরা সকালে ফুল দিয়ে চলে আসি, তারপর সাবেক সাংসদ নিজেরাই নিজেদের মধ্যে হাঙ্গামা সৃষ্টি করে ছাত্রলীগ নেতা মুন্না, অসুস্থ কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করা হয়েছে।

এর আগে ১৬ ডিসেম্বর সকালে ফুল দেওয়া কে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল।

প্রসঙ্গত, গত ২২শে জুলাই জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনকে আহ্বায়ক নির্বাচিত করে এক সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ ঘোষণায় ক্ষিপ্ত হন বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ সমর্থক নেতাকর্মীরা। তারা আহ্বায়ক এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনের অব্যাহতি চেয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন। এরপরও গত ৯ই সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় জেলা আওয়ামী লীগ।

কমিটি অনুমোদনের পর দু’পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে গত ১৬ই অক্টোবর পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। মহান বিজয় দিবসে এডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিনের নেতৃত্বে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুল দেওয়া কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত মোঃ কর্মকর্তা সারোয়ার জাহান জানান, পরিস্থিতি স্বাভাবিক আছে, এবিষয়ে কোন অভিযোগ পাইনি। লিখত অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *