শহিদ মিনারে জুতা পায়ে নৌকা প্রার্থীর নির্বাচনী সভা

বাংলাদেশ

নিউজ ডেষ্ক- শহিদ মিনার পেছনে রেখে জুতা পায়ে রেখে বেদিতে উঠে আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী পথসভা হয়েছে। আর ঘটনাটি ঘটে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ে।

চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য চরমোন্তাজ ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী একে সামসুদ্দিন আবু মিয়ার নেতৃত্বে সভাটি হয়। আবু মিয়া বর্তমানে উপজেলা আ.লীগের সহ-সভাপতি এবং চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

ওই সভায় শহিদ মিনারের বেদিতে জুতা পায়ে উঠেছিলেন প্রার্থী আবু মিয়াসহ স্থানীয় দলীয় নেতারাও। শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন ঘটনার ভিডিও এবং ছবি সবোর নজরে আসে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়- শহিদ মিনার পেছনে রেখে বেদির ওপর সাজানো চেয়ারের সারিতে বসে ছিলেন নৌকার প্রার্থী একে সামসুদ্দিন এবং দলের নেতাকর্মীরা। তিনজন বাদে বেদিতে থাকা নৌকার প্রার্থীসহ প্রত্যেকের পায়েই সেসময় জুতা পড়া ছিলো।

এ সময় প্রার্থীসহ দুইজনকে বক্তব্য দিতে দেখা যায়। তখনো তাদের পায়ে জুতা ছিল। এই ভিডিও ফেসবুকে প্রকাশ হলে তা নিয়ে সবাই সমালোচনা করে। অভিযোগ উঠে শহিদ মিনার অবমাননার।

এ ঘটনায় একই ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মোল্লা (আনারস) বলেন, “শহিদ মিনারে জুতা পায়ে আবু মিয়ার নির্বাচনী সভার তিব্র নিন্দা জানাই।”

তবে খোঁজ নিয়ে জানা যায়, ঘটনাটি গত সোমবার বিকালের। প্রচারণা শুরুর সাত দিনের মাথায় এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ের শহিদ মিনারে নির্বাচনী এক পথসভায় ঘটনাটি ঘটে।

জানতে চাইলে চরমোন্তাজ এ ছত্তার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেন, “আমি সেখানে ছিলাম না। যদি ঘটনা সঠিক হয়ে থাকে তা নিন্দাজনক। জুতা নিয়ে শহিদ মিনারে উঠে থাকলে আমি বিষয়টি নিয়ে নিন্দা জানাই।”

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *